আধুনিক যুগের নারী
কথা বলে ভারি ভারি।
শ্বশুর শাশুড়ি দেবর ননদ,
তাদের প্রতি নেই কোন দরদ!
স্বামী তার সবচেয়ে আপন
অন্য কারো দিকে নেই মন।
বিয়ের পর স্বামীকে বলে
শুধু থাকব তোমাকে নিয়ে,নয় যাব চলে।
স্বামী নিরুপায় হয়ে,
মা-বাবা ছেড়ে থাকে দূরে গিয়ে!
আধুনিক যুগের নারী
চাহিদা তাদের কাঁড়ি কাঁড়ি
থাকতে হবে ঢাকায় নিজের বাড়ি
আরও চাই নিজের দামী গাড়ি।
স্বামীর থাকতে হবে ব্যবসা
ঘরে যেন আসে নিত্য পয়সা।
বুঝতে চায় না কোন কিছু
চাহিদা মত যেন পায় সব কিছু,
না হয় হবে মন ভার
মন ভাল করার সাধ্য আছে কার?
চাহিদা মাত্র দিতে হবে
তবেই না মন ভাল হবে।
( কবিতাটি সকল নারীদের ক্ষেত্রে বিবেচিত নয়,)