বসন্তের হাওয়া যেন আবারো আসবে,
তোমার আমার ভালোবাসা পূর্ণ করতে।
আবারো সেই নদী, সেই পথ দেখবে,
অসম্ভব পূর্ণতা।
তুমি যে আমার প্রিয়তমা,
আমি যে আছি তোমার পথ চেয়ে,
হাজার হাজার মাইল দূরে সরে যাবে না,
তো আমাকে একা করে ?
তুমি শক্ত করে ধরো আমাকে,
গাছের নিচে বলা তোমার, আমার স্বপ্নের কথা,
আবারো বলবে কী?
আমি অপেক্ষা করবো, এবং আমার আশা হারাবে না।