সব দরজা বন্ধ করে,
সমস্তটা লুকিয়ে ফেলে অন্ধকারে,
আকাশ দেখে নাহ বহুদিন' রঙ দেখে না।
চোখ জোড়া তৃষ্ণায় ক্লান্তিতে শুকিয়ে গেছে,
ওমটুকু নেয় নাহ বহুদিন, নিস্তেজ শরীরে
বিচ্ছেদের পর মানুষ কিছুটা এমন ই হয়,
জগৎ শূন্য দশমিক হয়।
সবাই ভালোবাসে,
হারিয়ে ফেলার ক্ষমতা রাখে কজন?
পেয়ে হারিয়ে ফেলাতেই অবশিষ্ট
আকাশ সমান উপকরণ'।