তোমার আসমান জুড়ে কি বিষন্নতা?
আমায় ডেকে নাও...
বিশ্বাস করো আমি উড়তে চাই,
তোমার এক আসমান বিসন্নতায়।
তোমার আত্মা জুড়ে কি ব্যাথা?
তোমার আত্মা দিয়ে,
আমার আত্মাকে মুড়িয়ে নাও..
তুমি কি অবহেলার সমুদ্রে ভাসছো?
আমায় সঙ্গে নাও..
আমিও ভাসতে চাই,
অবহেলার এই নৌকায়,
তোমার সাথে দুজন একসাথে।
তুমি কি চোখের জ্বলে,
একটা অতল সমুদ্র গড়ছো?
আমায় সাথে নাও..
শ্রমিক হিসাবেই না হয়,
বিশ্বাস করো আমি থাকতে চাই,
তোমার সমস্ত অস্তিত্ব জুড়ে।
"কথা দিলাম" দিনশেষে আমায়,
পাবে তোমার সমস্ত নীড় জুড়ে।

সংক্ষিপ্ত