মানুষ তো পরস্পরে বাঁচে।
সবার মত সার্থে বাচলে
একটা সময় ভয়ংকর অভিশাপ
নেমে আসবে তথাকথিত ৪ দিনের জীবনে।
কি এমন হয় মিলেমিশে বাঁচলে?
না হয় ৩ বেলা একটু কম খেলে!
বনিক সম্প্রদায়ের খাতায় হিসাব কম হলো,
তবে, আমলের হিসাব যে ভারী হলো।
পরস্পরে বাচতে বেশি কিছু লাগে নাহ,
কেবলি সামান্য মানবপ্রেমী যথেষ্ট!
পথ তো প্রতিদিনি চলো,
পথের মাঝে দেখবে কত পথের ফুল!
একটা একটা জীবন্ত ফুল!
একটু যত্নশীল হলে কি এমন হয়?
পকেট খরচের সামান্য অংশের
হিসেব হালকা হলো!
তবে, তোমার আমলের হিসেব যে ভারী হলো।
ছেলের সংসার চলছে বড্ড ভালো!
গর্ভধারিনী "মা" কেন রাস্তায় ঠাই পেলো?
"মা" কি চায় বেশি কিছু?
নাহ! মা যদি অল্প কিছুও চায়!
হিমালয় পর্বত কেটে ফেল্লেও
না এতে কিছু আসে না কিছু যায়।
"মা" চায় সন্তানের বাম পাশের জায়গা টুকু!
দাও না এতে কি এমন আসে যায়।
ঐ "মা" টা ঐ পথ শিশুটা,
একটা একটা জীবন্ত ফুল!
নাও না একটু যত্ন, কমলো
কাগজের সংখ্যা, তার বিনিময়ে
অবশ্যই তোমার জন্য ভালোকিছু রাখা আছে।
তোমার কিছু অংকে "মা" একটু হাসলো,
জানো এই হাসির দাম কত?
তুমি কি ধর্মে বিশ্বাসি?
দাও না কিছু অংক রাস্তার পাশে বসে থাকা,
মসজিদের মোল্লাদের।
যে অংক দিয়েছো বিশ্বাস করোআমি কথা,
দিচ্ছি তার থেকে আরও বেশি অংক,
তোমার আমলের খাতায় তুলে রাখলাম।
৪ দিনের জীবন Oxygen এর জন্য,
বাচলে তো হবে নাহ ভাই!
আত্মার জন্য বাচুন।
সমাজটা বিশাল বড়!
চাইলেই সবকিছু আমাদের হাতে নয়,
তাও আমরা তো একটু অংক দিয়ে,
সাহায্যের হাত বাড়িতে দিতে পারি।
পরস্পরকে সাহায্য করতে পারি!
মরার পরে যখন আল্লাহ জবাব চাইবে,
কি করেছো আমার জন্য?
তখন কি জবাব দিব?
যদি পরস্পরে না বাচি!
ভালো থাকতে অসখ্য অংক লাগে নাহ!
মন থেকে তৃপ্ত থাকলেই যথেষ্ট।
আর এই মন থেকে তৃপ্ত থাকার জন্য,
পরস্পরে বাচুন!
আমি ক্ষুদ্র মানব বলছি,
এ বাচাই যথেষ্ট।