আমি চাতক বার মাস চেয়ে রহমতের পানে,
বিষাদ গল্প শোনায় আমার ঠুনকো কানে।
দাদু' কোথায়?
দাদু কি আছে দোকানের পাড়ে?
দাদুর' চাদর পড়ে আছে, নেই আর দাদুর ঘাড়ে।
আকাশ রঙহীন, আত্মা রঙহীন, মেঘ বৃষ্টিহীন,
সেদিনেরি কথা জেগে ছিলো রাতে, দাদু নয় প্রাচীন।
ঐখানে দাদু বসে থাকে, আমরা থাকি নিশ্চিন্তে,
দাদু চলে গেছেন, সৃতির এই বসন্তে।
মুক্ত আাকশে পাখি আছে, দাদু নেই,
তাঁর যত্নের হাতে গড়া সম্পদ আছে, দাদু নেই।
নেই, পুরো ইহজগতে, আমি খুঁজি,
কোথায় দাদু, দাদু কি আছে দোকানের পাড়ে?
ছোটখাতার বুকে জন্মেছিলো এক সিংহ,
মানুষটা নেই পুরো এলাকা জুড়ে বিরহ।
দাদু নেই' আমার আত্মায় ও মগজে বিরহ!