আবার হেটে যাওয়া পথে দেখা হবে,
এই বেশ , অহেতুক আর কত মুহূর্ত।
কোন প্রতিশ্রুতি ছিলনা ,
কোন প্রতিজ্ঞা ছিলনা।
তবুও প্রসন্নতা আবেশ করে আছে এই মুহূর্তে ,
স্মৃতি নিয়ে প্রসন্ন বর্তমানের আর কোন বিশেষত্ব নেই।
প্রসঙ্গ পালটায়, দিন যায় রাত আসে;
নাগরিকতার প্রতিচ্ছায়া হয়ে নিঃশ্বাস নেয়া এই সভ্যতা মাঝে মাঝে বিমূর্ত মনে হয়,
থমকে দাঁড়ান হিরণের মত , কিংবা নগরের ক্যাকাফোণির মাঝে সহসা জীবনের অর্থ খুঁজে পাওয়ার মত।
মুক্তির বরমাল্য সবাইকে ।
সুখের কি দরকার ,
দুঃখেউ অনেক হেসেছি একসাথে এই তো বেশ ।