মানব যেথা সহিষ্ণু, নেই কোন আশ
ধর্মের বাণী যেথা, হয়নি কভু গ্রাস |
দীন-সমৃদ্ধে যেথা নেই কোন বিদ্বেষ
দাও মোদের তুমি এমন এক দেশ ||


শব্দ যেথা আপন বেগে সঞ্চারী: পারে
প্রতিভা যেথা লুকিত প্রত্যেকটি ঘরে |
কর্ম যেথা মন্ত্র জন জীবনধারায়
দাও ঠায় সকলে তব মুক্তধারায় ||


বেদের চিন্ত যেথা, হয়নি কভু লুপ্ত
মেকি ভণ্ডামি যেথা, নেইকো তব গুপ্ত |
বীর-মর্যাদা যেথা, সর্বজনে উচ্চায়
ভীত-হৃদয়েও তব সঞ্জীবনী ধায় ||


মোদের জ্ঞান কর তব পানে ধাবিত
নেমে এসো তব দেশ করি নবন্নিত ||



_____________________________
অনুপ্রেরণা, কবিগুরুর
                     "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"