ভারতবর্ষের অগ্নিশিশু হলেন ক্ষুদিরাম
তবুও কয়জনের মনে, আছে তার নাম ?
  ১৮৮৯,৩রা ডিসেম্বর জন্মিয়েছিলেন তিনি
    সেই দিনটাকে আমরা কি সেইভাবে মানি ?


স্বদেশ প্রীতি তার হৃদয়ে এতই ছিল পূর্ণ
  বিপ্লবী হওয়ার স্বপ্ন তাই হয়েছিলো ধন্য ।
    ১৪ বছরেই ধরেছিলেন তিনি রিভলভর
      পেয়েও ছিলেন তাই একটি মহা গুরুভার ।


কিংসফোর্ডের গাড়ি ভেবে ছুড়েছিলেন বোমা
  মরিল কেনেডি তাই, দুঃখের নেই তার সীমা ।
    পালানোর কালে স্টেশনে ধরেছিলো ফতে সিং
      শুনেছি এরপর নাকি তার গজিয়েছিলো শিং ।


বিচারে পেয়েছিলেন বীর, ফাঁসির আদেশ
'একবার বিদায়' এর সুরে মেনে সেই নির্দেশ ।
   ১৯০৮,১১ই অগাস্ট অগ্নিজ পড়েছিলেন ফাঁসি
      তবুও অনেকেই তাকে, আজও বলে সন্ত্রাসী ।


নিঃস্বার্থ দেশপ্রেমের পরেও পেয়েছেন কি মান ?
  দেশের জন্য বিসর্জিত প্রাণ পাবে কবে সম্মান ?