মনে কি পরে ঝিলাম ?
মনে কি পরে আমায় ?
জীবন সান্ধ্যে কোন দৈব্যকৃপায়
মুখোমুখি আজ দুজনায় |


এখনও জানো ঝিলাম,
দুই আঁখিতারায় ভাসে
সেই প্রথম দেখার স্মৃতি
প্রথম অনুরাগের ছোঁয়ায়
ধরা দিয়েছিলো হৃদয় দুটি |
এরপর হতে কত কি যে
ঘটেগেছে তোমাতে আমাতে
একাকার হয়ে দুজনে ভেসেছি
গভীর হতে গভীর ভালোবাসতে |


জানো ঝিলাম,
তোমারই জন্য খেলাধুলা ছেড়ে
ঘুরেছি তোমার পাড়ায়
একবার তোমায় দেখতে পেলে
আমি যেন যেতেম হারায় |
টিউশন ফেলে চুপিচুপি
দেখতে যেতাম তোমার নাচ
সাক্ষী আছে আজও জান
তোমার বাড়ির পাশের শিমুল গাছ |


যখন ঝিলাম,
স্বরস্বতী পূজায় হলুদ শাড়িতে  
তুমি দেবীর মতো বেরোতে পথে
অঞ্জলিতে শুধু কামনা করতাম
সারথি হও মোর হৃদয়-রথে |
এমনিভাবেই শুরু হয়ে গেল
চুপিচুপি দেখার খেলা
মনে কি পরে স্কুল ফেলে
পালিয়ে বেড়ানো বারবেলা |


মনে পরে ঝিলাম,
পড়াশুনা ফেলে খাতা কালি
নিয়ে, শুধুই তোমারে আঁকা
রেজাল্ট খারাপ হওয়াতেও
জানো, খেয়েছি কত যে বকা |
স্কুলে মোরা এমনি করেই
কাটিয়েছি দিনগুলি সোনা
কিন্তু, হঠাৎ কলেজ জীবনে
কেন হয়ে গেলে তুমি অজানা ?


কেন ঝিলাম,
হঠাৎ, সেই কালবৈশাখী গোধূলি,
তুমি করতে চাইলে দেখা ?
সেই দেখা যে শেষ দেখা হবে
জানতাম কি আমি বোকা ?
বলে গেলে তুমি,
''ভুলে যাও আমায় - রাখবো না পরিচয়''
বুঝলাম না কি দোষ আমার ?
কেন হলো এমন পরাজয় ?


জানো ঝিলাম,
তারপর হতে আর কোন দিন
পাইনি কোথাও তোমার দেখা
অনেক খুঁজেছি তবুও পাইনি  
হৃদয় হয়েছিলো মোর ফাঁকা |
এরপর হতে জীবন কেটেছে
শুধুই তোমার আশায় আশায়
বিবাদী হয়ে ঘুরে বেড়িয়েছি
ফিরিনি কভু নিজ বাসায় |


তবুও জানো ঝিলাম,
জড়ায়নি কাউকে তোমার মতন
মিথ্যে ভালোবাসার ছলে
ভুলেগিয়েছিলে তুমি, আমি ভুলিনি
কাটিয়েছি দিন চোখের জলে |
আজ যখন দেখা দিলে তুমি
পাষাণী তোমারে জানাতে চাই
ঠকিয়েছো তুমি পবিত্র প্রেম
আমার, তবুও আমি ঠকিনাই |