শ্রান্ত দিবস, রুদ্র সমীহ জীবন্মৃত
প্রবেশিনু হস্ত মম, কর্ম যজ্ঞ পীত |
পূবালী ধাবিত সপ্ন, রবি সমাগত
নতুন সাবন, নতুন সপ্ন শত ||
যখন প্রভাকর মস্তকাপারে ঢলে
দেখি কলেবর মম আর নাহি চলে |
নিরাশে না হারি, চিত্তে নব আশাধারী
চিত্ত শান্তি, ভঙ্গুর ক্লান্তি কামনা করি ||
মধ্য প্রহরে মস্তকাপারে সূর্যাসিন
স্বপন মম, চিন্ত সম আদ্র প্রাচীন |
অপরাহ্ণ কিরণ তম অস্পষ্ট রেনু
চিত্ত মম হারায়েছে সব চিন্ত ধেনু ||
দুঃখ -কষ্ট লুক্কায়িত মম সব হীন
জাগ্রত হইয়া দেখি, অতিক্রান্ত দিন ||