পরাক্রান্ত মানব জাতির হায়রে, একি দশা !
বদ্ধ ঘরে বিচ্ছিন্ন তরে প্রাণ বাঁচাবার আশা ?
শতকের পর শতক ধরে কতকি করেছো জয়
আণুবীক্ষণিক জীবই যে, এখন তোমার ভয় ?
এই বুঝি হায় গেল, গেল চলে প্রাণ !
শুচি বাঈ হয়েই যে আজ, সব সমাধান
'সামাজিক দূরত্বের' নিয়মে ও তাই জারি হয়েছে পত্র
'ঘরে থাকো, বেঁচে যাবে' এই স্লোগান সবত্র
আধুনিকতার নামে কতইকি না করেছো ধ্বংস !
ভুলে গিয়েছিলে প্রকৃতি ও এই ধরার অংশ
জীব আর মারণ অস্ত্রে হয়েছো মহাবলিয়ান,
ক্ষমতার দম্ভ আজ ধরাশায়ী, হারিয়েছো কত প্রাণ !
জানি এ খরা ও কেটে গিয়ে আসবে খুশির প্লাবন;
সেদিন যেন ভুলে যেও না, 'দুঃস্বপ্নের এ জীবন'
অন্ধকার ও কেটে গিয়ে আসবে নুতন ভোর
বসুধাকে নবরূপে দেখবে, খুলবে যখন দোর ||