নির্জনে বসিয়া সেদিন নদীর ঘাটে
   অনঘ তব কেশ তলে স্বপ্নালী রাতে
      হরিণী নয়নে তব হারায়ে দুকূল  
        শশীকিরণে শোভিত ছিল তব দুল
          হৃদয়ের কথা মম কেবা তথা জানে
            প্রশ্ন কতই মোর জাগিতেছিলো প্রাণে ।


শুধিলাম বল 'প্রেম কারে কয় প্রিয়া ?
  কেন চঞ্চল উত্তাল রয় মোর হিয়া ?
    কেন জগৎ ভুলি তব স্নিগ্ধ আঁচলে ?
      কেন তোমা না দেখিলে আঁখি ভাসে জলে ?'
        কহিলে তুমি 'বুঝেছি প্রিয় এ অসুখ-
           নিশিদিন বিষ পান করি পাও সুখ
              এমন হয় বশহীন যখন মন  
                আঁধার মাঝে সেজন পায় প্রেমধন ।'