দূরে নৌকোটা ঢেউয়ের দোলায়,
দিক ঠিক রাখতে মাঝির হাতে হাল।
আমার হাতে তোমার হাত দৃঢ়!
স্বস্তির শ্বাস তোমার।
যেন জীবন শেষের টালমাটাল ঢেউয়ে ভরসা খুঁজে পাওয়া।


অনেকটা পথ ভেসে এলাম একসাথে।
যৌবনে ঝর্ণার মত ঝরে পড়েছি।
কখন যে নদীর স্রোতে গা ভাসালাম,
অনেকের সাথে মোহনার উদ্দেশ্যে।
শেষের এই বিশালতাই কি লক্ষ্য ছিল!


অকূল সমুদ্রে হালহীন নৌকায় আমরা।
দিক ঠিক রাখার অদম্য চেষ্টা!
মন যেন আজ ফিরে পেতে চায়
অতীতের সুখস্মৃতি।
ঝর্ণা, নদী ছাড়িয়ে আরও আরও পিছনে।
যেখানে এখনও স্থির, একই ভাবে সেই উৎস মুখ!


লাল-নীল-বেগুনী মায়ামাখা হিমবাহ
বুক চিরে, নদী-উৎস শাশ্বত।
ফিরে পেতে চায় মন,
তিরতিরে চিরন্তন  ভালবাসা!
সেই প্রথম প্রেমের উৎসে...