পূর্ণিমার চাঁদের সাথে তোমার তুলনা তুলি!
একাদশীতে তাকেই কেন বলি, কুমড়োর ফালি!
প্রভাত সূর্যের রক্তিম আভায় তোমারই মুখ আঁকি।
মধ্যাহ্নে ভালবাসার তাপে ছাতায় মাথা ঢাকি।
পড়ন্ত স্নিগ্ধ আলোয় শুধু তোমাকেই দেখি!
জেনো, ভালবাসায় কোনো দিন দিইনি ফাঁকি!