তার উচ্ছলতায় ডুবে ছিলাম আমি।
কখন এক দমকা বাতাসকে সাথী করে,
ডানা মেলে উড়ে গেল সে অনেক দূরে।
ঝড় থামার পর পড়ে থাকলাম,
স্থবিরের মতো।


যা কিছু বলার ছিল, বলা হলো না।
এতদিনে যা ভোলার ছিল ভোলা গেল না!


আজ তোকে চিঠি লিখছি, অপরূপা,
আমার না বলা কথা সব উজার করে।
বোতল বন্দি করে ভাসিয়ে দেব সাগর জলে।
ভালবাসা, যা ভেসে তুই অনেক দূরে...


কখনো যদি তার দেখা মেলে,
আমার কথা তাকে বলিস খুলে!