লিখতে আজ বসেছি ছড়া।
শব্দরা ভীষণ লক্ষ্মীছাড়া।
কিছুতেই তারা দেয় না ধরা,
যতই তাদের করিনা তাড়া!


বাংলা যদিও কাব্যে ভরা।
উদাহরণ আছে ঘড়া ঘড়া।
কবিরা যখন তর্কে তর্কে কাটত ছড়া,
ছড়ায় ছড়ায় হ'ত জবাব কড়াকড়া।
শ্রোতা বলতো তওবা তওবা!
কবিদ্বয়ে পেতো খুব বাহবা!


আধুনিক কবিতায় নেই সে রস!
পাঠককে পারে না করতে বশ!
দুর্ভেদ্য ভাষায় কাব্য ঠাসা!!
না বুঝলেও বলছ, 'খাসা'!


বলছ তোমরা 'মুখরা' আমায়
ভাবছ, এ আসর ছাড়ব কবে!
'মুখরা' ঠিকই, 'মৌরলা' তো নই,
মাছটি ভেবে ভেজে খাবে!!!