ভাললাগাটা ছিলই সবসময়,
শুধু ভালবাসা আজও অধরা!
বৃষ্টি যখন অঝোর ধারায় ঝরে,
ভীষণ ভালোলাগে ভিজতে ;
ভেজা হ'ল না বৃষ্টির ভালবাসায়।


বালিশ ভেজে চোখের অবাধ জলে ;
একটা দ্বন্দ্বে টালমাটাল মন!
ফেলে আসা সেই সে ভাললাগা,
কখন যেন ভালবাসা হয়ে যায়।
বৃষ্টির সাথে যদি একবার...


যখন পড়ে গিয়ে ব্যথা পেলাম ;
বৃষ্টির ছোট্ট কাঁধে ভর করে আমি।
তাই দেখে হেসেছিল বাড়ির সবাই।
সে হাসির মানে বোঝেনি শিশুমন!
ভরসার সেই 'কাঁধ' এখন খুঁজি...


আমার তখন কতই বা বয়স_
রথের মেলায় দুটি ছোট্ট হাত,
আমার কাছে বাড়িয়ে দিলি...
বললি, 'তুই যখন বড় হবি,
হাত ভরিয়ে রঙিন চুড়ি দিস'।


আজ তো আমি অনেক বড় ;
সব পার্থিব রঙ এনে দিতে পারি...
শুধু আঁকার মতো ক্যানভাস পাইনি!
অনেক বৈভবেও আমি কাঙাল;
শূন্য হৃদয়ে শুধু ঝড়! বৃষ্টি নেই!


খুঁজে বেড়াই বিশ্বাসের সেই হাত,
ভরসার সেই কাঁধ...