কাঠের আগুনে গোলাকার রুটি ;
কুপির আলোয় মেয়ের কবিতা পাঠ,
'' পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি''।
ব্যাপারটা সম্পর্কবিহীন কাকতালীয়!


বাইরের খাটিয়ায় খুক্ খুকে কাশি!
বিনা পয়সার সরকারি হাসপাতাল।
বাঁচিয়ে রাখার সাংবিধানিক প্রলেপ।
বছর বছর বাড়ে ভোটের অধিকার!


পূর্ণিমার রাতে, হাতে হাত রেখে,
বেঁধেছিল বাসা, দুজনে ভালবেসে ।
চাঁদ আর আসে না বদ্ধ গলি পথে।
বিশ তলা ফ্ল্যাটে সে আলো দিয়ে খুশি।


ধোঁয়ায় চোখের জলে দুঃখ গোপন।
দুঃখ হরণে তাই সত্যপীরের সিন্নি!
গণতন্ত্রের যূপকাষ্ঠে বাঘ বলি হয় না ;
বলির জন্য আছে, নিরীহ ছাগগুলি!!