বাবুদের জলসাঘরে,
খুশির ঐ ফোয়ারা ছোটে।
বুকেতে পাথর চেপে,
দুখী মেয়ে নাচতে আসে।
চোখে তার আগুন জ্বলে।
তোরা ভেবে করবিটা কি?


ফি বছর বন্যা এলে,
তোর ছেলে ভাসলে জলে,
দু'চোখের জল ফেলে,
নেতারা মিথ্যে বলে।
তোরা ভেবে করবিটা কি?


তোদেরই রক্ত-ঘামে,
বাবুদের জীবন চলে।
তোরা ভেবে করবিটা কি?


মিইয়ে যাওয়া সমাজটাকে,
সূর্যের প্রখর তাপে,
সেঁকে নে, নে সেঁকে নে।
সবাই মিলে বলতো এবার,
হচ্ছেটা কি?
হচ্ছেটা কি?