যদি ভালোবাসার লিপস্টিক হতাম,
তোমার সুন্দর ওষ্ঠে শোভা পেতাম।
তবু মনে একটা ভয় থেকে যায়;
ঘষতে ঘষতে লিপস্টিকের ক্ষয়!


যদি কাজল হতাম তোমার দু চোখে,
তোমার হরিণ চোখে থাকতাম সুখে।
মনে আজ কেন তবে সংশয় হায়!
পেন্সিলের কাজল কি চিরকাল রয়।


তুমি যদি আমার ভালবাসার চাঁদ হতে,
রাঙিয়ে নিতাম ভালোবাসা, তোমার শোভাতে।
শঙ্কিত থাকি, ভাবি দুরু দুরু বুকে;
চাঁদের ভালবাসায় যদি কলঙ্ক থাকে!


যদি আকর্ষ হয়ে ধরি তোমাকে জড়িয়ে!
ওগো প্রিয়া দিও না আমায় সরিয়ে।
যদি তোমায় বুকের বাঁ দিকে রাখি,
ভালবাসায় দিতে পারবেনা ফাঁকি।