সুতোয় ঝুলে থাকা জীবন,
মন্দির, মসজিদ, গীর্জায় শেষ।
জীবন মন্থনে শুধুই গরল,
অমৃতের সন্ধান করলাম না।
আলো দিয়ে ভরিয়ে দিয়েছিলে,
অন্ধকার কাটাতে পারিনি।
মুখে দিয়েছিলে ভাষা,
কেন নির্বাক রইলাম!
শিশুর সরলতা ছিলো,
জিঘাংসায় তাও হারালাম।
অফুরন্ত সবুজের সমারোহ,
দু হাতে রক্তাক্ত করলাম।
শ্রেষ্ঠ মস্তিষ্কের অধিকারী,
তবু সুবুদ্ধি হলো না।


অবশেষ ছাই অথবা মাটিতে ।