কর্মব্যস্ততা নেই তো আর।
স্মৃতির জং ধরা কৌটো খোলার চেষ্টা।
ফেলে আসা দিন হাতড়ানোর পালা!
যা যা লেখা হ'ল জীবন খাতায়,
আজ তা মোটা কাঁচের চশমার আড়ালে।


জীবনের অঙ্ক 'এক্স 'ধরে মেলাতে গিয়ে,
জটিল করে ফেলেছি।
যা পেয়েছিলাম সহজেই,
হারিয়েছি অজান্তে হেলায়।


রং বেরং এর ফানুস উড়িয়েছি আকাশে।
গ্যাস ফুরিয়ে মুখ থুবড়ে আজ মাটিতে!
যা কখনই ছিল না আমার,
তার আকর্ষণে ছুটেছি দুর্নিবার।


সাপ লুডো খেলায়,
সাপের ছোবল্ খেতে খেতে,
নিরানব্বুইয়ে...
সমাপ্তিতে পৌঁছানোর অদম্য চেষ্টা।
শুধু একটা 'পুট' পড়ার অপেক্ষা!