তুমি বলেছিলে, "ভালো থেকো"।
উত্তরে বলেছিলাম, "ভালো আছি"।
যাদের জন্য ভালো আছি,
তারা কেমন আছে?
প্রশ্নটা অবান্তর।
সবাই ভালো থাকলে
"ভালো আছি" কথাটা মূল্যহীন।


যারা অন্যকে ভালো রাখে,
ভালো থাকার কথা মনে রাখে না।
কোকিল "কোকিল" হয়ে ওঠে,
কাকের ভালোবাসায়।
মানুষ কোকিলকে ভালোবাসে,
কাককে নয়।


"তোমাকে ভালোবাসি" কথাটা
কেমন বোকা বোকা।
তোমার কিছু একটা ভালো লাগে,
তাই ভালবাসি।
হয় তোমার হাসি, নয় যৌবন!
চোখ থেকে রঙিন চশমা খুললেই বুঝি,
"ভালোবাসি" কথাটা
শুধুমাত্র কথার কথা!