পাগল হয়েছি, তাই লিখি যাহা তাহা।
তোমরা বলছ, ছাইপাঁশ কি লিখ, আহা।
দেখনি কি তুমি খাবার নিয়ে
কুকুর - মানুষে কাড়াকাড়ি।
তুমি বলো, চিন্তায় টানো দাঁড়ি।
লিখলে না খেতে পাওয়া মানুষের ব্যথা,
তুমি বলো, লেখো ভালোবাসার কথা।
মন্দিরে দেখি, পাথরের মাথায় দুধের ছড়াছড়ি।
তবু রুগ্ন মায়ের দুধের জন্য
শিশুদের কাড়াকাড়ি।
কে যেন বলে, ভয় কেন কর?
লেখ তোমার ব্যথা।
ঠিক করেছি, লিখবই তা, তাতে
যায় যদি যাক মাথা।
আর কতদিন লিখবে কবি,
প্রেয়সীরে ভালবাসি?
তোমার লেখনী হয়ে উঠুক
ভূখা মানুষের অসি।