কবিতার স্বার্থে, শ্রদ্ধেয় কবিদের শুধু নাম ধরে সম্বোধন করেছি বলে আমি ক্ষমা প্রার্থী।
মিলন মেলায় উপস্থিত সকল কবিদের নাম কবিতায় দেওয়া সম্ভব হয়নি। প্রত্যেকেই আমার
মনের মণিকোঠায় সদা জাগ্রত।
উপস্থিত প্রত্যেক কবিদের আমার শ্রদ্ধা জানাই।
***************************


মিলন মেলায়
.....................
কত কথা জমা ছিল কবির হৃদয়ে,
সমাপ্ত হলো না বুঝি এক আলাপনে।
সানারুল, সংকেতের কথা,
'' শেষ হইয়াও হইল না শেষ ''।
অনিরুদ্ধ রূদ্ধ দ্বার দিল খুলে।
শুদ্ধ সমীর জুড়ালো প্রাণ।


পদ্মার উজান বেয়ে যে স্রোত
এসেছিল এ পারে, সেই স্রোতে
সৌমেন ভাসালো সহযাত্রীদের।
অজিতের করস্পর্শে ছিল প্রাণ।
দূর হতে মৌটুসী উড়ে এসে,
বার্তা দিয়ে গেল ভালোবেসে।


শহীদ সূর্য সেন মঞ্চে, জাহিদের
কবিতায় বুঝি জেহাদ অন্যায়ের।
যাদব, দিলীপের ভালোবাসায়
হৃদয় পূর্ণ আজ।
মনিরুজ্জামানের কাব্য বার্তা
ভরালো সভা।
নীরব দুপুর সরব হলো,
কবিদের উল্লাসে।


অনন্ত সুখের বিভূতি ছড়িয়ে,
সুবাসিত হলো মেলা প্রাঙ্গণ।
রীনার বিশ্বাস থাকুক অটুট,
বারবার ফিরে মিলন আশায়।
গোধূলির রক্তিম আভায়,
চোখে নিয়ে স্বপন আগামীর,
বার্তা এলো সমাপ্তির।


আরো কত কথা রয়ে গেল বাকি।
জানি না জীবন কবে দিয়ে যাবে ফাঁকি।
হে ঈশ্বর,
এতো ভালবাসার ভার বইবার
শক্তি দাও, বৃদ্ধ তমাল শাখায়!!