গিন্নী আমার এসেছে ফিরে,
ভাল ছিলাম না ফাঁকা নীড়ে।
সকাল সন্ধ্যা খেয়েছি চিঁড়ে।
সুখ যে শুধু তাকেই ঘিরে!


সাবধানে আজ কথা বলি,
আবার যদি যায় সে চলি!
আড়ালে তাই কানটি মুলি,
তারই কথা মানবো চলি।


চোখ দুটি কেন ছলো ছলো?
আমায় ছেড়ে ছিলে কি ভালো?
বাঁধন আছে সাতটি পাকে,
অগ্নি আবার সাক্ষী থাকে।


তোমায় ছাড়া শূন্য ভুবন!
সুখে দুখে কাটুক জীবন।
তোমায় ভীষণ ভালবাসি।
এই কথাটি হবে না বাসি!