আবার নতুন বছর আসে।
শতাব্দীর পর শতাব্দী শুধু আসা যাওয়া।
চন্দ্র, সূর্য প্রতক্ষ্য সাক্ষী হয়ে থাকে।
আমি কান পেতে থাকি মাটিতে।
শুনি লক্ষ কোটি বছরের জমানো কান্না।
কখনো স্তরীভূত সভ্যতার অহংকার।
অথবা ধ্বংসের নির্মম পরিহাস!
কত দুঃখ ভালবাসা পাথরে জমা।
জমে থাকা কথা মাটি হাতড়ায়।
হাতছানি দিয়ে মিনতি জানায়।
যেন কানে কানে বলে যায়।
আমাদের ফেলে কোথায় এগোও?
ধ্বংস্তূপের কাছে দাঁড়াও ক্ষণকাল।
জেনে রেখো এই তোমার পরিণতি।
শতাব্দীর দৌড় সমাপ্তি খোঁজে,
ফেলে আসা ধ্বংস্তূপের মাঝে।