প্রেম কারে কয়, বলব আজি,
ঐ নেশাতেই তো ছিলাম মজি!
ও বাবা, ঠিক পেতেছো আড়ি!
পরের প্রেম শুনতে, মজা ভারী।


শোনো তবে, খুলে কান,
বলি, প্রেমের ডেফিনেশন।
প্রেম, সকালের খেজুর রস!
বেলা গড়ালেই তাড়ির কষ!


পয়সা-কড়ি, ঘটি-বাটি,
খাঁটি প্রেম ওখানেই মাটি!
এলে যখন জীবনের শেষে,
ফিরল প্রেম মধুর আবেশে!


**
গদ্য ও ছন্দ কবিতায়
নেই তো কোনো দ্বন্দ্ব।
দুটিই লিখে যে পাই
অপার আনন্দ!!