তুমি যখন ছিলে ষোড়শী,
তখন তো আমার প্রেয়সী।
এখন রেগে তোলো সাঁড়াশি,
প্রেমটি টের পায় পড়শি!


রেগে এখন বাপের বাড়ি,
উনুনে আমি চড়াই হাঁড়ি।
তুমি ছাড়া কি থাকতে পারি?
আর ক'দিন থাকবে আড়ি?


রাগলে তোমায় বেশ লাগে,
ভালবাসার পরশ জাগে!
অভিমান কেন চাঁদমুখে?
আর কটা দিন সুখে দুখে!


ফিরে এসো না গো তাড়াতাড়ি।
প্রাণটি খুলে ঝগড়া করি।