কতটা লাঙল চষলে পরে,
       রুক্ষ মাটিতে ফসল ফলে!
তোমাদেরই রক্ত ঘামে,
       এই সমাজের অন্ন জোটে।


জীবন কাটে তবু দীর্ঘশ্বাসে!


বুর্জোয়াদের আইন কানুন
       আছে শাসন, চলে শোষণ।
মিছিলে মিলিয়ে পা,
       শুনছো নেতাদের ভাষণ।
তত্ত্ব কথায় আর না ভুলে,
        কাস্তে হাতে নাও গো তুলে।
সমাজের আগাছা আজ
        নিজের হাতে করো সাফ।


মরচে ধরা সমাজটা
        যাক মিশে আজ ধূলোর পরে।
ভূখা মিছিল আর হবে না,
      তত্ত্ব কথা, আর রবে না।


ইতিহাস সাক্ষী রবে,নতুন ফসল তোমার হবে।