ঐ দ্যাখ, বঙ্কুবাবু আসছে হেঁটে,
আমায় দেখে হাসবে মেপে,
পথ চলে সে, দারুণ দেখে।
গন্ডগোলের আঁচ পেলে,
সেই পথ তিনি মাড়ান না।


চিনলি না তো?
টিঙ্কুদার বড়দা উনি।
টিঙ্কুদা, রাত বিরেতে শ্মশানে ছোটে,
লোকের দুঃখে দাঁড়ায় পাশে।
বাউণ্ডুলে তো,
তাই দাদার সঙ্গে বনে না।


বঙ্কুবাবু সজ্জন অতি,
ঝুট ঝামেলায় থাকেন না।
দরকারে ডাকিস যদি,
বলবে কথা বারান্দা থেকে,
নীচে কখনোই নামবেন না।


হাসলি কেন?
দ্যাখ্ না একবার খবর নিয়ে__
সত্যি বলছি,দারুণ মানুষ,
সাতে-পাঁচে থাকেন না!!