বসন্তের রঙে আর রাঙা হয় না সে।
জীবনে বসন্ত এসেছিল কোনো একদিন!
হাতে হাত রেখে হারিয়েছিল
শিমুল-পলাশ পথে।
কোকিলের কুহু ডাকে আবেশ হ'ত মন
উদাসী অনুভবে...


সেই অধ্যায় আজ স্মৃতির অতলে।
জীবন যুদ্ধে মুখে চড়া রংএর প্রলেপ!
যেন শীতের রুক্ষতা মন জুড়ে!
বসন্ত বিকিয়ে গেছে অর্থ বিনিময়ে...
মধুূপের দল মধু লোটে সোল্লাসে যখন,
বসন্তে আর উদাস হয় না প্রকৃতি!


আজ...
প্রিয়তমের আলিঙ্গন নেই।
অক্টোপাসের বাহুপাশে
নিষ্পেশিত হয় তার বসন্ত। খোঁজে,
বেঁচে থাকার রসদ!!


ভালবাসার যত অনুরণন
ঢাকা পড়ে যায়
শতাব্দীর পদাবলীতে...