দীর্ঘ পথ চাওয়ায় বাড়ে উৎকন্ঠা!
ঘড়ি টিকটিক চলে নাড়ির গতিতে।
দুর্বল হাতের চাপ চেয়ার হাতলে,
এই বুঝি প্রতীক্ষার হবে অবসান।
ধীরে ধীরে থেমে গেল সব কোলাহল।
ফিরে গেল একে একে, যারা এসেছিল,
যেন আপন কুলায় ফিরছে পাখিরা।  
ডুববার আগে সূর্য আকাশ রাঙায়।


তখন আঁধার জমে মনের আকাশে।
ফোনের সে বার্তা এসে জানায় সেবিকা।
শহরের এক আর্ট গ্যালারিতে আজ,
চিত্রপ্রদর্শনীতে যে ব্যস্ত পুত্র তার!
উচ্ছ্বসিত পুত্র মগ্ন চিত্র-ম্যাডোনায়।
বৃদ্ধাশ্রমের ম্যাডোনা স্তব্ধ অশ্রুপাতে!