খোকা, তোরে বলি একটা কথা,
তোর দাদুর দাদু মস্ত মানুষ ছিলেন জীবন কালে।
দেশের জন্য শহীদ হলেন উনিশশো পাঁচ সালে।
দীঘির ধারে ফলক ছিল, সেই সে কোন কালে।
পঞ্চায়েতের রাস্তা হলো, ফলক দিলো তুলে।
তাঁর কথাটা, এখন বোধহয় সবাই গেছে ভুলে।


মাগো, বাবা মরলো কিসে?
মা কহেন চোখের জলে ভেসে__
তোর বাবা মরেছেন বিনে চিকিৎসেতে ।
জমি জিরেত নাই কো কিছু, সব গিয়েছে চলে।
মাগো স্বাধীন হয়ে লাভ কি হলো, বলো না আমায় খুলে!
ওসব কথা ছাড়তো এখন__
পোড়া কপালে ভাগ্য কি আর খোলে?
মিটিং করে বাবুরা তো বল্লে সেদিন,
'আচ্ছে দিন' আসছে, সবুর করো কদিন।