.


সম্মান পাওয়ার নেশা অথবা পূজা,
এ লড়াই চিরকালীন।
নব দম্পতির বাসর ঘরে সাপ ঢুকিয়ে হত্যা।
সতীত্বের জোরে প্রিয়ের প্রাণ ফিরে পাওয়া।
চুক্তি অনুযায়ী বাঁ হাতেই পূজার ছল!


যজ্ঞের ভাগ নিতে সব দেবতা হাজির।
স্বামীর অপমানে সতীর আত্মহত্যা!
প্রলয় নাচে ধ্বংস ধরাতল!
সবেরই বিচার ধর্ম অধর্ম দিয়ে!


সত্যবাদী রাজার করুণ পরিণতি, জানি।
সবই ছিল অহং প্রতিষ্ঠার জন্য!
ক্ষমতার লোভে পিতা কারাগারে বন্দি;
সমস্ত ভাইদের রক্তে রাঙা হাত!


ক্ষমতা ধরে রাখা বা পাওয়ার জন্য
অন্যায় শঠতার আশ্রয় নিতেই হয়।
রাজত্বের লোভে সতী অগ্নিপরীক্ষায়!
রাজ ধর্মের কাঠগড়ায় সবই শুদ্ধ!


রূপটা আধুনিক কালে পাল্টে গেছে ;
ক্ষমতা দখলের জন্য মিথ্যার আশ্রয়!
অথবা প্রকাশ্য দিবালোকে সীসার বুলেট।
সেই ট্র্যাডিশন সমানে চলেছে...