ছোট্ট বেলার কপালে টিপ,
নজর লাগার ভয় থেকে!
যৌবন গেল বৃথাই চলে,
তুকতাক আর ঝাড়ফুঁকে!


বাঁকা পথেই জীবন কাবার,
অন্যের কাঁধে ভর করে!
আর যা কিছু সত্যি ছিল,
সবই তোমার ভন্ডামিতে...


পাথরে নিত্য ঠুকলে মাথা,
কপাল শুধুই উঠবে ফুলে!
পূণ্যের ঘড়া শূন্য তোমার,
দুঃখ ভোলাও খঞ্জনীতে!


হিসেব কষো জপের মালায়,
নিজের কোলে ঝোল টেনে!
জীবন তোমার বৃথাই গেল;
শেষ পারানির কড়িতে টান!