স্যাঁতস্যাঁতে ঘরে শুয়ে আছে সে।
নির্বিকার দুটি চোখে অনেক অভিমান।
মর্গে মাছিরা ভন ভন করে।  এটাই আপাতত তার ঠিকানা।


অনেক স্বপ্ন ছিল তার নতুন সংসারের আশে।
গাঁটছড়া বাঁধাহয়েছিল যখন, কে যেন বলেছিল দুটি হৃদয়ের বন্ধন।
অগ্নিসাক্ষী রেখে ঘুরে ছিল সাতপাক।
পানপাতার আড়ালে শুভদৃষ্টিতে,
রক্তিম হয়েছিল মুখ।
যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম, মন্ত্রে চারিদিকে উঠেছিল উলুধ্বনি।
স্বপ্নের রাজপুত্র ছিল তার পাশে।


ফুলের বাসের হৃদয়ের সমস্ত প্রেম উজার করেছিল সে।
নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে আরক্ত মুখে পেয়েছিল বুঝি স্বর্গের সুখ।
মনের মানুষ পেয়েছে সে,  যা চেয়েছিল এতদিন।
হটাৎ গাড়ির আব্দার এল ভালোবাসার জনের কাছ থেকে।
নিমেষে শিথিল হল আলিঙ্গনের হাত।
দৃশ্য শূন্য হল সাদা সিলিং এ।
এইভাবে ভালোবাসার দাম দিতে হবে ভাবেনি।
বাকি রাতটুকু কাটল ঘৃণায় তারপর.....
ভোররাতে মুক্তি খুঁজে নিলো সিলিং ফ্যানে ঝুলে।


মনের সঙ্গে মনের বন্ধন হয় কি কাপড়ের গাঁটছড়ায়!!!