জব্বার ভাই, তুমি কি দেখেছ আজ,
ভাষা দিবসের উদিত সূর্য?
ওটা বুঝি তোমার রক্তের চেয়ে
নয় বেশি লাল!
দেখেছ কি সালাম, তোমার রক্তে
রঞ্জিত রাজপথ!
তুমি কি শুনতে পাও, একতারা হাতে
মেঠো পথে বাউল বাংলায় গান গায়।
শফিউর, রফিক, তোমরা জেনো,
আজও নদীপথ বেয়ে উদাসী মাঝি
ভাটিয়ালি সুর ছড়ায়...


বাংলা মায়ের শহীদ ছেলেরা দিয়েছ
ভাষার সম্মান।
বাংলাকে আজ পৌঁছে দিয়েছ
বিশ্বের দরবারে।
মহান ত্যাগ স্মরণ রেখে
আজ শপথের পালা।
শুধু মালা নয়, নয় শুধু গান,
হৃদয় ভরা ভালোবাসায়
রাখো বাংলা ভাষার মান।