দেশটা যেদিন ঠিক হয়ে যাবে প্রিয়
তুমি আর আমি ঘুরবো সারাটাদিন
চলে যাবো যেদিকে দু'চোখ যায়
থামতে হবে না গন্ডগোলের ভয়ে।
নীলখেত যাবো তার পর গাউসিয়া
বাসের জানালা খুলে দিব নির্ভয়ে
বাতাস লাগবে হুহু করে গাঁয়
বুক কাপঁবেনা কক্টেল ছোঁড়ে কিনা।
বাবা কাজে যায় মা'র চিন্তিত মুখ
আমা্রো ক্লাসে না গেলেই নয় আর
পথে পা দিলেই এম্বুলেন্সের আওয়াজ
ভয় লাগে, ভয় লাগে খুব।
নিয়ম মত চলছেনা আর কিছু
দাদী অসুস্থ যেতে পারি না
পরীক্ষা শুক্র-শনি ,
মামাতো বোনটা কথা শিখেছে খুব
দেখার জন্য কলিজা ছিড়ে যায়।
কবে ঠিক হবে দেশটা বলতে পার?
আর কত দিন, কতটা দিনপর?
চোখ বুঁজলেই ঝলসানো চেনা মুখ
ভাল্লাগেনা,পারিনা মানতে আর।