বড় বড় বৃষ্টির ফোঁটার মত
এক এক জলের বিন্দু
ধপাস ধপাস করে মাটিতে পরে না, বুক অবদি নেমে হৃদয়েই গেঁথে যায়।
এই অশ্রুজলের কোনো নাম নেই
কোনো পরিচয় নেই
কোনো অধিকার নেই
আঁকড়ে ধরার ক্ষমতা নেই
পথ আটকে থমকে যাবার সাহস নেই
কেবল নীরবে ঝরে যাওয়ার
শেষ অনুমতি টুকু নেওয়া।
জল শেষ হতে হতে হুট করে তাজা রক্ত গড়িয়ে পরবে, কেউ মুছে দিবে না।
মুছে দেওয়ার রুপ নেই
মুছে নেওয়ার আকাঙ্ক্ষা নেই
মুছে দেওয়ার দুঃসাহস নেই
মুছে নেওয়ার স্থান নেই।
তবুও জল গড়ায়, ফেলে যেতে হয় সব
ফেলে যেতে হয় অশ্রুছাপ।