কয়েক যুগ পার করে বুঝতে পারলে ভীষণ ভালোবাসো।
তবে ততক্ষণে নিভে গেছে এ যাবত অবদি জ্বেলে আসা সকল আলো।


নদীর স্রোত থামিয়ে দিয়ে বলেছিলাম ভালোবাসি,
চাঁদের আলো মুঠোভর্তি এনে দিয়ে বলেছিলাম ভালোবাসি,


পাহাড় কে হাটুতে ঠাঁই দিয়ে বলেছিলাম ভালোবাসি,
খরার মাঠে পানি হয়ে বলেছিলাম ভালোবাসি,
শরতের কাশফুল, শীতের শিউলি, বর্ষার কামিনি
এসব চোখের ইশারাতেই পায়ে তোমার লুটিয়ে দিয়ে
বলেছিলাম ভীষণ ভালোবাসি।
শেষমেষ স্বাধীন নামক পরাধীন এক দেশকে
বুকে ঠেসে চেপে বললাম সত্যিই ভালোবাসি।
সৎ সত্যের কসমও তোমার গায়ে লাগেনি,
তুমি লোক থেকে লোকান্তরে হন্য হয়ে
না পাওয়া কে খুঁজে যাচ্ছিলে
জীবনের অপ্সরী কে পাগলা ঘোড়ার মত ছুঁটতে ছুঁটতে
এ বনে ও বনে খুঁজে যাচ্ছিলে, ইশশশ!
শুধু যুগ দু'এক পার হয়ে গেলো এটুক বুঝতেই,
তোমার সে না পাওয়া টা আমিই ছিলাম
তোমার সে অপ্সরী অন্য কেউ না
তবে বড্ড দেরি করে ফেললে
বড্ড দেরি
তবুও আরেক যুগ পাওনা রয়ে গেলে
একমাত্র আমাকে ছিনিয়ে নেওয়ার তরে।
ছিনিয়ে নিবে তো সমস্ত কিছু থেকে!!