আমার একটা কথা ছিলো
যা এ শহরের মানুষদের জন্যে বলা গেলো না
আমার একটা স্বপ্ন ছিলো
যা দাফন হয়ে গেলো অচিরেই
আমার একটা বন্ধু ছিলো
কয়েক বেলা হয়ে যায় তাকে আর খুঁজে পাই না
আমার একটা কাক ছিলো
যে মানুষের মত আমাকে বোঝাতো একাল ওকাল
আমার একটা ধনুক ছিলো
তীর কয়টা যে কোথায় গিয়ে গাঁথলো বুঝতেই পারলাম না
আমার একটা খাতা ছিলো
কবিতা গুলো সব উড়ে গেলো যেনো
আমার একটা কলম ছিলো ভাঙ্গাচোরা
জীবনে আর লেখাই হবে না
আমরা একটা পাল তোলা নৌকা ছিলো
ঠিক মাঝ নদীতে তলিয়ে গেলো
আমার একটা তাল পাতার পাখা ছিলো
এখন আর ঠাণ্ডা বাতাস দেয় না
আমার একটা আয়না ছিলো
তাকালেই কেমন জানি ভেংচি কাটে
আমার একটা কুকুর ছিলো
পায়ে কাছে আসতেই কামড় দিয়ে ধরে
আমার একটা মন্ত্র ছিলো
পড়তে গেলেই ঠোঁটে রক্ত চলে আসে
আমার একটা তুমিও ছিলো
সকাল খুঁজি বিকাল খুঁজি বেলায় খুঁজি অবেলায় খুঁজি
কোথাও আর পাই না পাই না।