চোখ ভরা মাতাল ঘুম
ঠোঁট ভরা ঝলমল হাসি
টেবিল ভরা খাবার
ক্লাস জুড়ে এক্সাম
সব কিছু বড্ড স্বাভাবিক
আমি খুব ভালো আছি
তবুও আমার ভীষণ মন খারাপ
কোথাও একটা দম আটকা পাখি
হরদম ডানা ঝাপটায়
স্বাধীনতার বিশালতা যেনো
অধিক বন্দি করে ফেলেছে
এখন আটকে থাকার সময়
রাত দিন হরতাল স্লোগানের সময়
কোথাও একটা হাওয়া বদলের পালা
কোথাও টুপ করে পালিয়ে যাওয়ার কথা
সত্য বললে লজ্জায় মাথা কাটা
আসলে, এসবই চলছে সময়ের রঙে বদলে বদলে
তোমরা জানো,
তবুও আমার ভীষণ মন খারাপ


রোজ কটা চিঠি আছে ঠিকানা মাফিক
প্রহরে প্রহরে ফুলেল শুভেচ্ছায় মৌ মৌ চারিদিক
ঘুরে ফিরে ব্যস্ত দিন
তবুও আমি এক অচেনা পথের পথিক
তবুও আমার ভীষণ মন খারাপ


কি জানি খুঁজি, কাকে যেনো রোজ হারাই, কি যেনো পিছনে ফেলে আসি
কে জানি খুব ভাবায়।
কি জানি নাই, কিছু থেকেও আরো বেশি করে চাই।
তবে আমি কিন্তু ভালো আছি।
তবুও আমার ভীষণ মন খারাপ।