কত্তসব প্রিয় মানুষ গিজগিজ করে
তবুও দুঃখ বলার কেউ নেই
চোখে মুখে হাসিতে দুঃখ ঝরঝর করে ঝড়ে, বুঝবে টা কে!!
এত শক্তিই বা কার আছে!
সেই কবে সত্য হাসিতে শহীদ হয়ে সমাধি তৈরি করলাম
মানুষ ভাবে আমি এখনো জীবন্ত হাসিতে বেশ বেঁচে আছি।
খুশি বিলাতে বিলাতে দুঃখ প্রকাশের একশ একটি প্রক্রিয়া গিলে ফেলেছি
এসব গিলতে গিলতে, হঠাৎ মনে পরল
শহরে ভীষণ অভাব
শুধু ভালোবাসার অভাব বলে নেকা তামাশা করা অন্যায়,ওটা লেগেই থাকে।
অর্থের অভাবে চোখে দেখি না
রঙিন সব হুটহাট ছাই রঙা লাগে।
সবুজের অভাবে শ্বাস নিতে পারি না।
খাবারের অভাবে এখন খিদেই পায় না।
একটা কথা পুতুলের অভাবে বোবা হয়ে গেলাম এইত ক,দিন হলো।
নিরপরাধ চোখ, স্ববিরোধী হয়ে যায় রোজ, রেখে যায় জলের উপর রক্ত নকশা
ফেলে যায় সময়ের পর সময়, না আসলে দুঃসময়।