তুমি আমায় শীতে কোকিলের ডাক শুনিয়েছো
তুমি আমায় গ্রীষ্মে বৃষ্টির গান শুনিয়েছো
হৃদয়ের খরায় তুমি অথৈ জলের যোগান দিয়েছো
চোখ জ্বলা নির্ঘুম রাতের নেশা ধরা ঘুমের পাখি হয়েছো
বাগানে আমার মরা গাছে নতুন পাতার প্রাণ সঞ্চার করেছো
জীবন নামক নড়বড়ে নৌকায় তুমি রঙিন পাল তুলে দিয়েছো
ভেসে যাওয়া খরস্রোতা নদীর হঠাৎ ধারা পাল্টে দেওয়া মোহনা হয়েছো
এ শহরের দূষিত অক্সিজেনে আমার জন্যে বিশুদ্ধতা সরবরাহ করেছো
চোখের জলে ভেসে যাওয়া সন্ধ্যায় ঠোঁটের কোণে হাসি এনে দিয়েছো
স্বাদহীন সব খাবারের বিকালে মধু মিশিয়ে দিয়েছো
তুমি আমার ভোরের ক্ষতগুলোর এন্টিসেপ্টিক হয়েছো
হৃদয়ে জমানো নর্দমায় শিউলির ঘ্রাণ হয়েছো
সুরহীন তানপুরায় সুরেলা রাগ হয়েছো
তুমি আমার রোজ রোজ মরে যাওয়ার শত শত কারণ হয়েছো
হৃদয়ের পরাধীনতায় স্বাধীনতার মানচিত্র এঁকে দিয়েছো
শুধু তুমি আমার প্রেমিক হতে পারো নি
না আমি তোমার প্রেয়সী।