তুমি আসলে জানতে
একদিন হঠাৎ ঘুম ভাঙ্গানিয়া গান বাজবে তোমার কানের পাশে
সাথে খানিক বেলোয়ারির চুড়ির শব্দ
চোখ মেলে দেখবে, আমার চোখ জোড়া কাজলে আঁটা, রক্ত আলতা শাড়ি, চুল খুলে তাকিয়ে আছি তোমার চোখে
তুমি জানতে, কয়েক যুগ তুমি সেই চোখের নেশার ঘোরে ঘুমাতে পারতে না
তুমি আসলে জানতে
একদিন অফিস থেকে ফিরে দেখবে
সব পছন্দের খাবার গুলো চকচক করছে হীরের মত, মুখে দিতেই ভুলে যেতে সব খাবারের স্বাদ,যেনো এসবই অমৃত।
তুমি আসলে জানতে
ঠিক কতটুকু সামলে আর যত্নে রাখতাম তোমায়।
তুমি আসলে জানতে
মাঝে মাঝেই আমার প্রতি মুগ্ধতায় তোমার মরে যেতে ইচ্ছে হবে
সহ্য করতে পারবে না এত সুখ
আমাকে রাখার এত ক্ষমতা তোমার কই
কবে ছিলো!!!!
আসলে তুমি ঠিকই জানতে
প্রতিটা দিনই আমার প্রেমে পরতে পরতে কয়েক হাজার বার মরতে
রোজ রোজ মরলে মানুষ
কিভাবে বাঁচবে??????
তাইতো আর আমাদের লাল নীল সংসার টা হয়ে উঠলো না।