এইতো কদিন আগে দেখেছিলাম তোমায়,
মলিন তোমায়
শুকনো বকুলের মতো ছিলে ছড়িয়ে।
তোমার মলিনতার মাঝে যে শুঘ্রান
তা আমায় স্পর্শ করেনি,
তোমায় দেখেও
কুড়িয়ে নেয়ার আবেদন আমায় স্পর্শ করেনি।


কিন্তু কি আশ্চর্য!
হঠাৎ আবার তোমায় দেখি আমি
সেই মলিন তুমি,
সেই শুকনো বকুল তুমি-
সেই তুমি যে আর তুমি নেই,
সেই শুকনো বকুল আর তুমি নেই।


তোমার আঁচল ছড়ানো ছবি খানি আজ-
আমায় চন্দ্রপ্রভার কথা মনে করিয়ে দেয়।
তোমার মাঝে আজ আর আমি সেই শুকনো বকুল দেখি না,
খুঁজে পাই না সেই মলিনতার ছোঁয়া।
সেদিন যদি তোমার সেই আবেদন আমায় স্পর্শ করতো-
তবে হয়তো আজ এই চন্দ্রপ্রভা তুমি আমার হতে,
চন্দ্রপ্রভার কমনীয়তা দিয়ে আমায় মাতিয়ে রাখতে।


অভাগা আমি আজ আর তোমার পাপড়ি ছুঁতে পারবোনা
সেদিন তোমার সেই কুড়িয়ে নেয়ার আবেদন যখন আমায় স্পর্শ করেনি
তখন আর আমার এই আকুল আকাঙ্খাও তোমায় স্পর্শ করবেনা।
তোমায় না পাওয়ার গ্লানি নিয়েই আমি তোমার পাঁচিল টপকে যাব,
চন্দ্রপ্রভার শুঘ্রান নেব।
আমি পেয়েছি, তোমারে পেয়েছি
আমি চন্দ্রপ্রভার ঘ্রান পেয়েছি।