বড়ই অদ্ভুত এই একাকীত্ব
নিদারুণ কোমল আর আদ্র নিস্তব্ধতা
বড়ই অদ্ভুত এই একাকী নিস্তব্ধতা
আবার কতই না কঠোর এই নিস্তব্ধতা


একাকী নিস্তব্ধতা-
শেখায় অন্ধকার রাতকে উপলব্ধি করতে
চেনায় রাত জাগা পাখিদের
ঝিঁঝিঁ পোকা ডাক যে কি মধুর!
তা এই নিস্তব্ধতাই শেখায়


একাকী নিস্তব্ধতা-
জীবনের ব্যর্থতাকে কি হিংস্র ভাবেই না তুলে ধরে
কিন্তু কি আশ্চর্য এই নিস্তব্ধতা!
জীবনের প্রাপ্তিগুলো যে কোথায়
খুঁজেই পাইনা সিন্ধু পর্বত হাতড়ে


কখনো কি সিগারেট পোড়ার শব্দ পেয়েছ?
নিস্তব্ধতা কি যত্ন করেইনা এই শব্দ চেনায়
রঙিন জীবনের সিংহ ভাগ কালো কাপড়ে ঢাকা
তা চেনায় এই-
একাকী নিস্তব্ধতা


কি ভয়ঙ্কর এই একাকী নিস্তব্ধতা
আবার কতইনা আপন বন্ধু এই একাকীত্ব
আমার আমিত্বকে ক্ষত বিক্ষত করে এই-
একাকী নিস্তব্ধতা-


একাকী নিস্তব্ধতা-
আমার ভেতরটাকে নিংড়ে,
সব কালো,সব অন্ধকার বুঝিয়ে দেয়।
বুঝিয়ে দেয় পুকুর ঘাঁটের সোপান কিংবা-
আকাশের তারা গুনাটা খুব একটা কঠিন কিছু নয়।


একাকী নিস্তব্ধতা-
কত আয়েশ করেইনা একটু একটু করে কষ্ট দেয়
বুঝিয়ে দেয় জীবনের নিগূঢ় রহস্য
বুঝিয়ে দেয় হতাশা আর ঘ্লানির বোঝা কত ভারী!
বইতে বইতে আজ কুঁজো প্রায়।


কান পাতলেই যেনো বাতাসের শব্দ শুনতে পাই
সে যেনো বলছে কিছু
তারাগুলো কি দেখছে নাকি!
বলছেনা এই নিস্তব্ধতা!


মাটির গন্ধ,চাঁদের আলো
আর ভূতের মত মেঘের ছায়া,
গাছের ডালের হুতুম পেঁচা
সবাই একা!


একা আমি,একা সবাই
কিন্তু কি অদ্ভুত!
সবার মাঝেই একাকীত্ব নিস্তব্ধতা
সে আছে ছায়ার মতো,সে আছে বন্ধুর মতো
সে আছে,সে আছে
কি আশ্চর্য এই একাকী নিস্তব্ধতা!!!