তার সাথে আমার ভালোবাসাটা ঠিক  হয়ে উঠেনি,
জমানো কথাগুলো বলা হয়ে উঠেনি,
রাত জেগে জ্যোৎস্না দেখা হয়ে উঠেনি,
পৃথিবীর সব কিছু ভুলে তার সাথে গল্প করা হয়ে উঠেনি,
রাতের শহরে ফাঁকা রাস্তায় খালি পায়ে হাঁটা হয়ে উঠেনি,
তার সাথে আমার রাতের তারা গোনা হয়ে উঠেনি,
বেলা শেষে তার খোপায় ফুল গুঁজে দেওয়া হয়ে উঠেনি,
হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে চা করে দিতে বলা হয়ে উঠেনি,
গোধূলির আলোতে তার সাথে সূর্যাস্ত দেখা হয়ে উঠেনি,
তার সাথে বকুল তলায় ফুল কুড়ানো হয়ে উঠেনি,
তার ছোটখাটো আবদার গুলো রাখা হয়ে উঠেনি,
তার সাথে সমুদ্র স্নানে যাওয়া আমার হয়ে উঠেনি,
তার সাথে বৃষ্টিতে ভেজা আমার হয়ে উঠেনি,
তার পাশে বসে কবিতা পড়া আমার হয়ে উঠেনি,
তার সাথে বসন্ত উৎসবে যাওয়া আমার হয়ে উঠেনি,
তার সাথে অভিমান করার সুযোগ আমার হয়ে উঠেনি,
তার সাথে তার দুঃখ ভাগ করে নেয়াটা আমার হয়ে উঠেনি,
তার নিকষ কালো চুলের ঘ্রাণ আমার নেয়া হয়ে উঠেনি,
তাকে নিয়ে বুনা স্বপ্নগুলো ঠিক সত্যি হয়ে উঠেনি,
তাকে ভালবাসি বলাটা ঠিক হয়ে উঠেনি,
তার সাথে আমার ভালোবাসাটা ঠিক হয়ে উঠেন।